নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়ার বান্দোয়ানের পর এবার বাঘের আতঙ্ক বোরো এলাকায়। বাংলার একাধিক জেলাজুড়েই এখন চলছে বাঘের আতঙ্ক। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ, বাঁকুড়ার পর এবার পুরুলিয়ার নাম। পুরুলিয়ার বান্দোয়ান, যমুনাগড়া, কেশরা, লাউপালের পর এবার বাঘের পায়ের ছাপ মিলল বোরোর নেকড়ার বেলডুংরি এলাকায়।
মঙ্গলবার সকালে স্থানীয় মানুষজন ও বনকর্মীরা জঙ্গল পরিদর্শনে গিয়ে বাঘের ছাপ দেখতে পায় বলে বন দপ্তর সূত্রে জানা যায়। ওই এলাকায় বন দপ্তরের কর্মীরা বাঘের খোঁজ চালাচ্ছেন। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাঘটি কি ঝাড়খণ্ডের জঙ্গল থেকে ঢুকে পড়ল বাংলায়?