ফের লোকালয়ে বাঘের হানা!

আবার লোকালয়ে বাঘের আতঙ্ক। এবার আতঙ্ক ছড়াল মৈপীঠে।জানুয়ারির শুরু থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ফের একই আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা। ফের লোকালয়ে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। মৈপীঠের বাসিন্দারা এবার দেখতে পেলেন একটা নয়।

author-image
Jaita Chowdhury
New Update
royal-bengal-tiger-joynagar_480x480

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আবার লোকালয়ে বাঘের আতঙ্ক। এবার আতঙ্ক ছড়াল মৈপীঠে।জানুয়ারির শুরু থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ফের একই আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা। ত্রাসের নাম রয়্যাল বেঙ্গল। সুন্দরবন-এর কুলতলি মৈপীঠের মানুষের সঙ্গে যেন 'দক্ষিণ  রায়ের' লুকোচুরি খেলা শেষ আর হচ্ছে না। 

সূত্রের খবর, ফের লোকালয়ে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। মৈপীঠের বাসিন্দারা এবার দেখতে পেলেন একটা নয় বরং একসঙ্গে জোড়া বাঘের পায়ের ছাপ। ঠিক দিন কয়েক আগে, ৬ নম্বর বৈকন্ঠপুরে গ্রামবাসীদের ঘুম উড়েছিল বাঘের আতঙ্কে। ফের, রবিবার ফিরল বাঘের আতঙ্ক। এদিন সকালে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায় মৈপীঠ গঙ্গার ঘাট সংলগ্ন লোকালয়ে। 

ঘটনাটি লক্ষ্য করার পরেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরের রায়দীঘি রেঞ্জের চিতুরি বিট অফিসে। স্থানীয়রা দাবি তুলছেন, একসঙ্গে দুটি বাঘ হয়তো ঠাকুরান নদী পেরিয়ে এদিন লোকালয়ে এসেছে। কিন্তু কীভাবে বাঘ বারবার লোকালয়ে আসছে, সেই প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে ভাবাচ্ছে স্থানীয়দের। আবার অনেকেই মনে করছেন উত্তর বৈকুণ্ঠপুরের বাঘ জঙ্গলে গিয়ে আবার হয়তো নদী পার হয়ে  ফিরেছে মৈপীঠ বৈকন্ঠপুর।