ঝাড়গ্রামে বাঘ ও সিংহ

ঝাড়গ্রামে বাঘ ও সিংহ।

author-image
Aniket
New Update
x

 

 

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রামের জঙ্গলমহল  জুলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ। পর্যটকদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয়। ঝাড়গ্রামের জঙ্গলমহল  জুলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসাবে আনা হচ্ছে বাঘ ও সিংহ।ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে  ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া, ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। পার্কের জলাশয়ে এবার কুমিরেরও দেখা মিলবে।শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে। নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে। ঝাড়গ্রাম শহর লাগোয়া বন দফতরের ধবনী বিটে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক গড়ে উঠেছে। ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ‘ডিয়ার পার্ক’ নামেই পরিচিত।রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর পার্কের সম্প্রসারণ করা হয়।পর্যটক টানতে পার্কে নতুন নতুন বন্য প্রাণীদের নিয়ে আসার উদ্যোগ শুরু হয়।

পার্কে এখন চিতল হরিণ, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নানা প্রজাতির পাখি, নীলগাই, তারা কচ্ছপ, গোসাপ, এমু পাখি,সজারু, নীলগাই, ভালুক, হায়না, নেকড়ে, সাপ, গন্ধগোকুল, বাঁদর, হনুমান, মদনটাক পাখি, বন-মুরগি, ময়ূর, কালিজ ও গোল্ডেন ফিজেন্ট ও চিতাবাঘ রয়েছে। জঙ্গলমহল  জুলজিক্যাল পার্কের বন্য পশুপাখিদের দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমান।শীতের মরশুমে ভিড় আরও বাড়ে।ব্রাজিল ও আফ্রিকার টিয়া, কুমির, লেপার্ড ও কাকাতুয়া দেখতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।পার্কের ভিতর ২০২৩ সালে ‘সেলফি জোন’ তৈরি করা হয়েছে। বন্যপশুদের শুশ্রূষার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পার্কের ভিতরে ফুলের বাগান ও ছাউনি দেওয়া বসার জায়গা রয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমর ইমাম বলেন, পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বাঘ ও সিংহ রাখার এনক্লোজারের কাজ চলছে।