এবার টানা চার দিন বৃষ্টি, সঙ্গে আবার শিলাবৃষ্টি! জারি কমলা ALERT

এতটা গরমের পর এবার বঙ্গবাসী পাবেন স্বস্তি। গোটা বাংলায় আসছে বৃষ্টি। সঙ্গে আবার হবে শিলাবৃষ্টি। কবে আর কোথায়? বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Hail

নিজস্ব সংবাদদাতা: পর পর দু’দিন শিলাবৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড়বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার শিলাবৃষ্টিতে ভিজবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। আবার বৃহস্পতিবার এবং শুক্রবার ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা মঙ্গল এবং বুধবারে।