নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। যার যেরে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এই আবহেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলা শহর জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
জানা গিয়েছে যে, আজ দুপুরের পর থেকেই আকাশ মেঘলা করে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ডেবরা ও তার পার্শ্ববর্তী এলাকায়। নিচু জায়গাগুলি জলমগ্ন হয়েছে।