Thunder : পাকা ধানের ওপর বজ্রপাত, পুড়ে ছাই ফসল

হঠাৎ বজ্রপাত (Thunder) হয় ধান জমিতে। জমিতে গাদা দিয়ে রাখা ধানের শুকনো খড়ে বজ্রপাত হতেই দাউ দাউ করে আগুন ধরে যায় হালকা বৃষ্টির মধ্যেই।

author-image
Pritam Santra
New Update
thunder

নিজস্ব সংবাদদাতাঃ মাঠে কেটে রাখা পাকা ধানের গাদার ওপরে বজ্রপাত (Thunder)। মুহুর্তে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। গ্রামবাসীরা বুঝতে পেরে দূর থেকে জল নিয়ে পৌঁছানোর আগেই পুড়ে ভস্মীভূত প্রায় এক বিঘা জমির ফসল। হাতির হাত থেকে বাঁচিয়ে কষ্ট করে ফলানো ফসল শেষ মূহুর্তে আর মাঠ থেকে তোলা হল না বাড়িতে। ঘটনাটি ঘটেছে বুধবার মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরি এলাকাতে। স্থানীয় বাসিন্দা নিধির ঘোষের জমিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি ওই জমির মালিক নিজের পাকা ধান কেটে জমিতে গাদা দিয়ে বা জমা করে রেখেছিলেন। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তার আগেই বুধবার ওই এলাকাতে বজ্র সহ হালকা ঝড়, বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হয় ধান জমিতে। জমিতে গাদা দিয়ে রাখা ধানের শুকনো খড়ে বজ্রপাত হতেই দাউ দাউ করে আগুন ধরে যায় হালকা বৃষ্টির মধ্যেই। ক্ষতিগ্রস্ত চাষী নিধিরবাবু বলেন, "এক বিঘার মতো ধান ছিল। সবটাই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। হাতির হামলা থেকে বাঁচিয়ে ফসল বাড়িতে তোলার আগেই সব শেষ হয়ে গেল।"