লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করা! কী উদ্যোগ রাজ্য সরকারের

আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামের মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ব্যাঙ্ক লোনের অনুমোদনের ড্যামি চেক তুলে দেয়া হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
west midnapore edit.jpg

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  উদ্যোগে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। আজ পশ্চিম মেদিনীপুর জেলার প্রদ্যোৎ স্মৃতি  সদনে, ডিআরডিসির তরফ থেকে আয়োজিত হলো এস এইচ জি মেগা ক্রেডিট ক্যাম্প। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি প্রতিভা রানী মাইতি, জেলা শাসক খুরশিদ আলি কাদরি, অতিরিক্ত জেলাশাসক ,পঞ্চায়েত, শ্রীমতি মৌমিতা সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গণ, ব্যাঙ্কের প্রতিনিধিগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক বৃন্দ। শ্। মোট ৪৩০ টি স্বনির্ভর গোষ্ঠী ২৮৫ কোটি টাকার লোন পেয়েছে। অষ্টম পর্যায়ের দুয়ারে সরকারের পর লোনের পরিমাণ ৪০০ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে ১১ টি দল কুড়ি লক্ষ টাকা লোন নিতে পেরেছে। ৮টি দল ১৮লক্ষ টাকা লোন পেয়েছে। আরও আটটি দল ১৫ লক্ষ টাকা লোন পেয়েছে। তিনটি দল পেয়েছে ১২ লক্ষ টাকার লোন। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে তারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আরো এগিয়ে যাবেন বলে আশা জেলা প্রশাসনের।