রেল দুর্ঘটনা : জীবিত না মৃত? নিখোঁজ একই গ্রামের তিন শ্রমিক

করমণ্ডল এক্সপ্রেসে করে যাওয়া কোলাঘাটের তিন শ্রমিকের এখনো খোঁজ মেলেনি।

author-image
Pallabi Sanyal
New Update
ss

নিখোঁজ শ্রমিকদের গ্রামের মানুষজন

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :  পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত নামালবাড় গ্রাম থেকে তিনজন শ্রমিক ভিন রাজ্যে রোজগারের তাগিদে কাজের জন্য করমণ্ডল এক্সপ্রেসে করেই যাচ্ছিলেন সেদিন।  বালাসোরে ট্রেন দুর্ঘটনায় স্তূপাকৃতি সারি সারি লাশ ইতিমধ্যেই শিহরণ জাগিয়ে তুলেছে গোটা দেশে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই করমণ্ডল এক্সপ্রেসে করে যাওয়া তিন শ্রমিকের এখনো খোঁজ মেলেনি।  কোলাঘাটের নামালবাড় গ্রামের শেখ জহুর আলি,মুসিবুল পাখিরা,জয়নাল পাখিরা- এই তিন শ্রমিক মার্বেলের কাজের জন্য ভুবনেশ্বরের উদ্দেশ্যে করমণ্ডল এক্সপ্রেসে করেই যাচ্ছিলেন।  দুর্ঘটনার পর থেকে তাদের আর খোঁজ মেলেনি। জীবিত না মৃত, তাও জানে না এই শ্রমিকদের পরিবার। যার ফলে এই তিন পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।
তিনজনই বিবাহিত বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।  তিনজনেরই ছোট ছোট সন্তান রয়েছে। প্রত্যেকের পরিবার পরিজনেরা মর্মান্তিক খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন তারা। পাড়া-প্রতিবেশীরা ভিড় জমাতে শুরু করেছেন তাদের বাড়ির সামনে।  তারাও সকলে চাইছেন তাদের প্রতিবেশী তিন যুবক জীবিত অবস্থায় যেন বাড়ি ফিরে আসে।