নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে বুধবার সকাল পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময়সীমা নির্ধারিত থাকলেও, এর অনেক আগেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন পুণ্যস্নানের জন্য। সংক্রান্তি তিথির ভিড় এড়াতে অনেকেই আগে থেকেই স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন।
গঙ্গাসাগর মেলায় এদিন ভোর থেকে ভক্তদের ভিড় ছিল উপচে পড়া। ভোরের ঠান্ডা উপেক্ষা করেই পুণ্যার্থীরা পবিত্র স্নানে অংশ নেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের অনুমান, এ বছর মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে প্রচুর মানুষের সমাগম ঘটেছে।
স্নানের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনজন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার উত্তরপ্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির মৃত্যু হয়। সোমবার আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও মহাকুম্ভের কারণে গঙ্গাসাগরে তুলনামূলক কম ভিড় হওয়ার কথা ছিল, তবুও সাধু-সন্তদের উপস্থিতি এবং পুণ্যার্থীদের ভিড় যথেষ্ট মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ভিড়ে মকর স্নানকে ঘিরে উন্মাদনা আরও বেশি করে প্রকাশ পেয়েছে।
গঙ্গাসাগর মেলায় ভক্তদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর। পুণ্যার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মকর সংক্রান্তির পুণ্যস্নানকে কেন্দ্র করে ভক্তদের এমন বিশাল সমাগম শুধুমাত্র ধর্মীয় আস্থার প্রতিফলন নয়, এটি ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্তও।