নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাবের বাতিন্দা শহরে ২৪ নভেম্বর আকাশদীপ সিংয়ের বাড়ির বাইরে বাইকে চড়েই তিনজন দুষ্কৃতী গুলি চালিয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবর্ষণের ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাহিল, সন্দীপ এবং হরদীপ ওরফে রানার নাম উল্লেখ করা হয়েছে।
এসপি সিটি বাতিন্দা, নরিন্দর সিং বলেছেন, "সন্দীপ বাইক চালাচ্ছিল এবং হরদীপ ওরফে রানা গুলি চালিয়েছিল। হরদীপ এবং আকাশদীপ সিংয়ের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত শত্রুতা ছিল, যার ফলস্বরূপ এই হামলা ঘটেছে।" পুলিশ এ ঘটনায় ব্যাপক তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।