নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছত্তিসগড়-তেলঙ্গনা। দুই সীমানায় সকাল থেকে শুরু হয়েছে মাওবাদী ও কেন্দ্রীয় বাহিনীর গুলির লড়াই। সূত্রের খবর, সংঘর্ষে এখনও পর্যন্ত ৫ মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই মুহূর্তেও ছত্তিসগড়ের বিজাপুর জেলায় কারেগুট্টা পাহাড়ে গুলির লড়াই চলছে।
/anm-bengali/media/post_banners/IlzpnxF7KqwelljJX3ds.jpg)