বাঘের হানায় মৃত্যু তিনটি গরুর, এলাকায় আতঙ্ক

এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
tigerr edit.jpg

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ বাঘের হানায় মৃত্যু তিনটি গরুর, এমনি দাবি কেন্দাপাড়া গ্রামের বাসিন্দাদের। জানা গিয়েছে ১টি গরুকে সম্পূর্ণভাবে বাঘ খেয়েছে এবং আরও ২টি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে রাইকা পাহাড় সংলগ্ন ভাঁড়ারী পাহাড়ে। তবে বাঘের আক্রমণে মৃত্যু সহ বাঘে গরুর অর্ধাংশ খেয়ে নিয়েছে এই বিষয়ে বনদপ্তর থেকে এখনো নিশ্চিত করা হয়নি, তবে পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

সূত্র মারফত জানা গিয়েছে, ভাঁড়ারী পাহাড় তলির কেন্দাপাড়া গ্রামের নির্মল প্রামানিক নামে এক ব্যক্তির গরু ছিল। সোমবার দিন থেকে এই গরুগুলি নিখোঁজ ছিল। এদিন বৃহস্পতিবার গরুর খোঁজে পাহাড় জঙ্গলে তল্লাশি করার সময় দুপুরের পর দেখতে পায় মৃত অবস্থায় পড়ে থাকা আধ খাওয়া ওই গরুগুলোকে। এরপরই খবর যায় বনদপ্তরে। ঘটনাস্থলে বনদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এসে উপস্থিত হয় সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরাও। এই ঘটনার পর কেন্দাপাড়া যমুনা গোড়া সহ একাধিক গ্রামে আবারও নতুন করে শুরু হল বাঘের আতঙ্ক। 

জানা গিয়েছে, অন্যদিকে এই বাঘকে ধরতে বনদপ্তর বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন এদিন। ভাঁড়ারী পাহাড়ের চতুর্দিকে গবাদি পশুকে টপ হিসাবে ব্যবহার করে পাতা হয়েছে খাঁচা। এছাড়াও পাহাড়ের তিন দিকে জাল পাতার কাজ শুরু করেছেন বনদপ্তর। জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে একাধিক ট্র্যাপ ক্যামেরা। সব মিলিয়ে এই বাঘকে ঘিরে নাজেহাল অবস্থা বন দপ্তরের। কারণ এই বাঘের গায়ে লাগানো নেই রেডিও কলার। তাই বাঘের অবস্থান জানতে একমাত্র ভরসা তার পায়ের ছাপ।