নিজস্ব সংবাদদাতা: টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনেহিঁচড়ে নামিয়ে ঘরে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর থানার তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে।
অভিযুক্ত সিভিক ভলেন্টিয়াররা গাড়ি আটকানোর পর চালকের কাছে এক হাজার টাকা দাবি করেন। চালক পাঁচশ টাকা দিতে চাইলে তা নিতে অস্বীকার করেন তারা। এরপর গাড়ি থেকে চালককে টেনে নামিয়ে নাকা পয়েন্টের একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে চালকের হাত গুরুতর জখম হয়।
জখম গাড়ি চালকের নাম রুহুল আলী। তিনি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুহুল আলী ব্যবসায়ীদের গরু ডালখোলা হাট থেকে নিয়ে আসছিলেন। তার সঙ্গে গাড়ির মালিকও ছিলেন। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
/anm-bengali/media/media_files/2025/03/07/fGs26HrirPxc9wsICMmm.jpg)