দাঁতালের তাণ্ডবে নষ্ট তিন বিঘা জমির ধান, হাহাকার কৃষকদের

৩৫টি হাতির একটি দল চাষের জমিতে ঢুকে পড়ে। প্রায় তিন বিঘা জমির ধান হাতির দলটি নষ্ট করে দিয়েছে। মাথায় হাত চাষিদের।

author-image
Tamalika Chakraborty
New Update
elephant attack.jpg

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিকালে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভালকিশোল, বাগমারী গ্রামে দাপিয়ে বেড়াল দলছুট এক দাঁতাল হাতি। পাশাপাশি জটিয়ার জঙ্গল লাগোয়া ধান চাষের জমিতে দাপিয়ে বেড়াল ৩৫ টি হাতির একটি দল। জানা গেছে, খাবারের সন্ধানে দাঁতালের দলটি জঙ্গল ছেড়ে লোকালয়ের ধান চাষের জমিতে তাণ্ডব করে। যার জেরে নষ্ট হয় প্রায় তিন বিঘা জমির ফসল। মাথায় হাত চাষিদের। হাতি দেখতে ভিড় স্থানীয় বাসিন্দাদের। শেষমেষ হুলা পার্টির সদস্যরা ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় দাঁতালের দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়। এলাকাবাসীর বক্তব্য, বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তাণ্ডব লেগেই থাকে। বনদফতরকে বারবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান।