BREAKING : নিউক্লিয়ার শক্তিকে ভয় করে না ভারত ! বড় দাবি করলেন প্রধানমন্ত্রী মোদি
পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যু, বিশেষ কমিটি গড়ল খড়গপুর আইআইটি
তিনদিনে পাকিস্তানের সামরিক কাঠামো ভেঙে দিয়েছে ভারত! যুদ্ধ বিরতি নিয়ে বড় তথ্য দিলেন প্রধানমন্ত্রী
BREAKING: ভারতের প্রতিটি কন্যা, বোন এবং মাকে অপারেশন সিঁদুর উৎসর্গ করলেন মোদী!
BREAKING : কেউ ভাবতেও পারেনি ভারত এত কঠিন সিদ্ধান্ত নেবে ! অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন মোদি
BREAKING: অপারেশন সিঁদুর জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে! গর্জে উঠলেন মোদী
আকাশেই যখন শত্রু নিকেশ করে ভারতীয় বায়ুসেনা, দেখুন ভিডিও -
BREAKING: সবাই জেনে গেছে মা-বোনেদের সিঁদুর মোছার পরিনাম! সাবধান করে দিলেন মোদী
"আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করে দিয়ে"- খোলাখুলি যুদ্ধ বন্ধের ঘোষণা করে দিলেন ট্রাম্প!

রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার ৩

রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করায় খড়গপুরে গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

author-image
Probha Rani Das
New Update
Covereew.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণায় গ্রেপ্তার হয়েছে তিনজন। এর মধ্যে রয়েছেন বর্তমান এক রেল কর্মীও। জানা গেছে, খড়্গপুরের বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে রেলের চাকরি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছে এই চক্র। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে খড়গপুর আরপিএফ ও জিআরপি বাহিনী।

 

 

গ্রেপ্তার হওয়া মধ্যে অভিযুক্তরা হলেন রেল কর্মী দুলব চিন্না, প্রাক্তন রেলকর্মী কোটেশ্বর  রাও এবং এক মহিলা সাবিনা খাতুন। অভিযুক্ত তিনজনই খড়্গপুরের বাসিন্দা বলে জানালেন জিআরপির সুপারটেন্ডেন্ট অফ পুলিশ দেবশ্রী সান্যাল। তিনি আরো জানান, “অভিযুক্ত এই তিনজনকে পুলিশে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর সঙ্গে ভিন্ন রাজ্যের যোগাযোগ রয়েছে বলে তাদের দাবি এবং এই তিনজনকে কারা কারা কত টাকা দিয়েছিল সেটাই জানার জন্য গোটা খড়গপুরসহ বিভিন্ন রাজ্যে আমরা তদন্ত চালাচ্ছি।” 

Add 1