নিজস্ব সংবাদদাতা : উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের অফিসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছে। ফোনের মাধ্যমে ওই ব্যক্তি উপ-মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভাষায় বার্তা পাঠায়।
অফিসের কর্মীরা দ্রুত এই হুমকিমূলক ফোন ও বার্তা উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের নজরে আনেন। পরবর্তীতে, তার অফিস কর্তৃপক্ষ বিষয়টি পুলিশে জানিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনার পর জনসেনা পার্টি উদ্বেগ প্রকাশ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।