নিজস্ব সংবাদদাতা: অল্প কিছুদিন পরেই পুজো। পুজোর লম্বা ছুটিতে অনেকেই পছন্দ করে উত্তরবঙ্গে ঘুরতে যেতে। পরিবারের সাথে একটু নিরিবিলিতে সময় কাটাতে। এই সময় প্রতিবছরই বহু পর্যটক ভিড় জমান উত্তরে। যার জন্যে এই রেল পথে বাড়তি ট্রেন দেওয়া হয়। রেল পরিষেবাতেও থাকে একাধিক চমকপ্রদ অফার। অথচ এবার এই সবের মাঝে এলো নাশকতার ‘উড়ো চিঠি’।
সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের মালিগাঁও ডিভিশনে এমনই একটি ‘উড়ো চিঠি’ এসেছে রেল পুলিশের কাছে। সেই চিঠি কে পাঠিয়েছে তার হদিশ এখনো পায়নি রেল। সেই চিঠির সূত্রে আলিপুরদুয়ার বিভাগীয় প্রবন্ধক কে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সেই চিঠির আশঙ্কার কথা মাথায় রেখে সতর্ক করা হয়েছে রেল বিভাগকে। এমনকি কেন্দ্রের তরফেও বিষয়টি কে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফেও উত্তর-পূর্ব সীমান্ত রেলকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
File Picture
উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম বলেন, “আমাদেরকে জিআরপি শিলিগুড়ি থেকে মেইল করে জানানো হয়েছে রেলের পরিকাঠামোতে নাশকতা হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সতর্ক রয়েছি। প্রত্যেকটা স্টেশন মাস্টার থেকে আরপিএফকে আমরা সচেতন থাকতে বলেছি। বিভিন্ন জায়গায় চেকিং করা হচ্ছে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সর্বদা সতর্ক রয়েছি”। তবে পুজো মরশুমের আগে এই হুমকি চিঠি ভয় ধরাচ্ছে যাত্রীদের মনেও।