নিজস্ব সংবাদদাতা: আর জি করের পর এবার দুর্নীতি এবং থ্রেট কালচারের অভিযোগ উঠল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার সকালে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগ ওঠে। আর তার জন্যে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের এবং নার্সিং পড়ুয়াদের। এমনকি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ শুরু হয়। অধ্যক্ষের পদত্যগের দাবি জানান জুনিয়র ডাক্তাররা। ১২ দফা দাবিতে বিক্ষোভে সামিল হন নার্সিং পড়ুয়ারাও।
সূত্র মারফত জানা গিয়েছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের ব্যাপক দুর্নীতি হয়েছে। এমনকি নার্সিং পড়ুয়া এবং হাসপাতালে অস্থায়ী কর্মীদের থ্রেট কালচারের সম্মুখীন হতে হয়েছে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবি নিয়ে সোমবার থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে অবস্থান-বিক্ষোভে বসেন জুনিয়র চিকিৎসকরা এবং নার্সিং পড়ুয়ারা। এমনকি এদিন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তালা মারা থাকায় ডায়মন্ড মেডিকেল কলেজের এমএসভিপি তন্ময় কুমার পাঁজা কাজে যোগদান করতে এসে ফিরে যান। এই সব দেখেই উত্তেজনা বৃদ্ধি পায়।
এই অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরাও। এদিন অবস্থান বিক্ষোভের পাশাপাশি অস্থায়ী কর্মীরা কর্ম বিরতির ডাকও দেন। তার জেরে ভেঙে পড়েছে ডায়মন্ড হারবার মেডিকেলের চিকিৎসা পরিষেবাও। চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। তবে সমস্যা সমাধান না হলে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার মেডিকেলের জুনিয়র ডাক্তাররা।