দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : জায়গা জমি নিয়ে বিবাদ!বাড়ি জ্বালিয়ে দেওয়া সহ মারধর করার হুমকির অডিও ক্লিপ ভাইরাল। অভিযোগ তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ৭২ ঘন্টা পর ক্ষমা চাইলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি এ এন এম নিউজ।ময়দানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ অঞ্চলের নিজপপন এলাকার।
জানা যায়, নিজপপন এলাকায় এক ব্যক্তির কাছ থেকে গত দুবছর আগে একটি জায়গা কিনেছিলেন নিজপপন এলাকার বাসিন্দা বিদ্যাধর ভট্টাচার্য। সেই জায়গা নিয়ে দীর্ঘ দুবছর ধরে সমস্য চলছে, জমি বিবাদকে কেন্দ্র করে কয়েকবার মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে বিদ্যাধর বাবু স্থানীয় বর্তমান তৃণমূলের জয়ী সদস্য অনিন্দ্য দাস ওরফে বাপ্পার কাছে যান এবং বিষয়টি জানান,ওই পঞ্চায়েত সদস্য সমস্যা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন, কিন্তু বারংবার ওই পঞ্চায়েত সদস্যের কাছে গেলে কার্যত নিরাশ হয়ে ফেরেন বিদ্যাধর বাবু। গত রবিবার আবার পুনঃরায় ডেবরা থানার দ্বারস্থ হন, এবং ডেবরা থানায় একটি অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগ দায়ের করার পরই ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিদ্যধর বাবুর স্ত্রীকে ফোন করে হুমকির সুরে কথা বলেন,বাড়ি জ্বালিয়ে দেওয়া,মারধর,দোকান বন্ধের হুমকি দেয়। আর সেই হুমকির অডিও ক্লিপ ভাইরাল হয়। আর ভাইরাল হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই ভোল বদল হয় ওই ওই জয়ী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের। বোর্ড গঠন নিয়ে মাথা ঠিক ছিল না, খুব টেনশনে ছিলেন,ভুল বশত বলা হয়েছে।৭২ ঘন্টার মধ্যেই ওই পরিবারের কাছে ক্ষমা চাইলেন পঞ্চায়েত সদস্য। যদিও তারও উত্তর দেন বিদ্যাধর বাবুর পরিবার।তবে ভাইরাল হওয়ার অডিওর সত্যতা যাচাই করেনি এ এন এম নিউজ। অপরদিকে এই ঘটনায় প্রকৃত দোষীর শাস্তির দাবিতে ডেবরা থানার সামনে অবস্থানে বসেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। রইলো ভিডিও।