ভাঙা সাঁকো দিয়েই চলছে যাতায়াত, বিরাট সমস্যার সম্মুখীন হাজার হাজার গ্রামবাসী

ভাঙা সাঁকো দিয়েই চলছে যাতায়াত। দুশ্চিন্তায় চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ।

author-image
Probha Rani Das
New Update
vvbbnn30.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নষ্ট হয়ে গিয়েছে লোহার পিলার, কাঠের পাটাতন ভেঙে গিয়েছে, ভেঙেছে লোহার রেলিং ঝুঁকি নিয়ে অনেকেই করছে যাতায়াত, মোটর বাইক ও ছোট গাড়ি কোন উপায় না পেয়ে শুকনো নদীর উপর দিয়েই করছে যাতায়াত। শুরু হয়েছে বর্ষা এইবার আসবে শিলাবতী নদীতে জল তখন কি হবে? দুশ্চিন্তায় চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ। কাঠের সাঁকো মেরামত না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ।

vvbbnn31.jpg

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের সংযোগকারী শিলাবতী নদীর উপর কদমতলা ঘাটের কাঠের সাঁকোর এমনটাই অবস্থা। এই সাঁকোটির দেখভালের দায়িত্বে রয়েছে চন্দ্রকোনা দুই নম্বর ব্লক প্রশাসন। জানা যায় শিলাবতী নদীর উপর কদমতলা ঘাটের কাঠের সাঁকোটি এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ কয়েক বছর ধরে এটি মেরামত না হওয়ায় ভাঙ্গাচোরা সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।

vvbbnn32.jpg

কোনো উপায় না পেয়ে মোটর বাইকে যাতায়াতকারী মানুষজন শুকনো নদীর উপর রাস্তা তৈরি করে যাতায়াত করছে। এলাকার মানুষের দাবি প্রশাসনকে বারে বারে জানিয়েও কাজের কাজ হয়নি। সাঁকো মেরামতের কোন উদ্যোগ নেয়নি বর্তমান শাসক দল থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা। বর্ষায় নদীর জল বাড়লে যাতায়াতের চরম সমস্যায় পড়বে বলে দাবি এলাকার মানুষজনের। এই নিয়ে প্রশাসন ও শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।

এ বিষয়ে চন্দ্রকোনা দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানিয়েছেন, বিষয়টি আমরা শুনেছি যোগাযোগের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, বিডিও সাহেবের সাথে কথা বলে দ্রুত সাঁকোটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। 

Adddd