ফোন চুরি! তাও আবার মাওবাদী অধ্যুষিত এলাকায়। বিশেষ তৎপরতা ঝাড়গ্রাম জেলার পুলিশের। লক্ষ লক্ষ টাকার ফোন ফিরিয়ে দেওয়া হল মালিকদের। নাশকতা ঠেকাতে বিশেষ উদ্যোগ।
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : চুরি করা মোবাইলকে ব্যবহার করে নাশকতার ছক মাওবাদীদের। গোয়েন্দা সূত্রে খবর পেয়েই বিশেষ টিম গঠন ঝাড়গ্রাম জেলা পুলিশের। এবছরই চুরি যাওয়া প্রায় ৭৬ লক্ষ টাকার মোবাইল উদ্ধার করে সাধারনের হাতে তুলে দিলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। সীমান্ত এলাকা ঝাড়গ্রাম জেলাই এখনো একমাত্র মাওবাদী অধ্যুষিত। তাই এখানে মোবাইল চুরি হলে তা পুলিশ বিশেষ কেস হিসেবে গণ্য করে। কারণ এই মোবাইল ব্যবহার করে যে কোনো নাশকতার ঘটনা ঘটাতে পারে মাওবাদীরা। গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে নড়েচড়ে বসে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ২০১৯ সালে প্রথম পুলিশের নজরে আসে বিষয়টা। ঝাড়গ্রামের মত এত ছোট জেলাতে এত মোবাইল চুরি কেন? তদন্তে বিষয়টা সামনে আসার পরেই ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা এক ডিএসপির নেতৃত্বে বিশেষ টিম গঠন করে। শুরু হয় অপারেশন "প্রত্যার্পণ"। ২০১৯ থেকে এখনো প্রায় ২কোটি ৮৬ লক্ষ টাকার মোবাইল উদ্ধার করে। যার মধ্যে শুধু ২৩ সালেই ৭৬ লক্ষ টাকার কাছাকাছি। উদ্ধার হওয়া মোবাইল প্রত্যার্পন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাপকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। পাশাপাশি ২০০ কিমির মধ্যে যদি কোনো রোগীর রক্তের প্রয়োজন হয় তাহলে রোগীর কাছে ডোনার পৌছে রক্ত দেওয়ার পরিষেবা "দান" এর ঘোষনা করেন তিনি। এতে একদিকে যেমন মুমুর্ষ রোগীর জীবন বাঁচবে। অপর দিকে মোবাইল উদ্ধার তৎপরতায় মোবাইলকে ঘিরে নাশকতার আশঙ্কাও অনেকটাই ঠেকানো সম্ভব।