এক ঝলক দেখলে মনে হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু! এই মহিলা আসলে কে?

এক ঝলক দেখলেই মনে হবে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু বসে আছেন

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-12 at 3.48.52 PM

নিজস্ব প্রতিনিধি, ডেবরা: আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ওভার ব্রীজের নীচে এক মহিলা একটি কাঠের বেঞ্চে এসে বসলো। চোখে চশমা, পরনে শাড়ি। হঠাৎ করেই এক ঝলক দেখে অনেকেই চমকে গেলো। ভাবলো ডেবরা বাজারে কি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে দেখছি? 

তারপরেই ধীরে ধীরে অনেকেই এসে পরিচয় জানতে চাইল। জানা গেলো ভদ্রমহিলার বাড়ি ডেবরার শ্যামসুন্দরপুর এলাকায়। তিনি তার বাপের বাড়ি যাবেন বলে এসেছেন। প্রায়ই রাষ্ট্রপতির মতো দেখতে তাকে। তাই কিছু উৎসুক ব্যক্তি মহিলাকে চা, জল, দই খাওয়ালো। এলাকার কয়েকজন জানান, "এক পলকে তাঁকে দেখলে পুরো রাষ্ট্রপতি মনে হবে। তাই আমরা তাকে জল, চা, দই খাওয়ালাম"। 

ওই মহিলার নাম গীতা শাষমল। বাড়িতে ছেলে আর বৌমা আছে। ছেলে বাসে কাজ করে। গীতা দেবী জানান, "আমি তো জানি না আমাকে কেমন দেখতে। আপনারা যা ভাববেন তাই ভাবুন। আমি একজন সাধারণ মহিলা"।