New Update
নিজস্ব সংবাদদাতা: এবার ফরাক্কার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রোজানা খাতুনের স্বামী স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবীরের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন অগ্নিমিত্রা পল। তিনি ট্যুইট করে দাবি করেছেন সরকারি ICDS কর্মী মহাশ্বেতা ঘোষ তৃণমূলের ২১ জুলাইয়ের জন্য চাঁদা না দিতে চাওয়ায় তাকে হুমকি দেন ও মারধরের চেষ্টা করেন তৃণমূল নেতা হুমায়ুন কবীর।
অগ্নিমিত্রা পল ট্যুইটে বলেছেন, "জোর কদমে চলছে ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি। শয়ে শয়ে তৃণমূল কর্মীরা দল বেঁধে অংশগ্রহণ করতে আসছে তৃণমূলের বার্ষিক ডিম ভাত বা বিরিয়ানির অনুষ্ঠানে। কিন্তু এই এত বড় মোচ্ছবের আয়োজন করার জন্য কোত্থেকে টাকা জোগাড় করা হয় জানেন? দলের কর্মীদের কে কড়া বার্তা দেওয়া হয়েছে যে চাঁদা তুলতেই হবে, তাও সরকারি দপ্তরেও আজকাল হানা দিতে শুরু করেছে তৃণমূল। ফরাক্কার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রোজানা খাতুনের স্বামী, স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবীর ICDS দপ্তরে হানা দিয়ে সেখানকার কর্মীদের থেকে আদায় করেছে ২১ জুলাইয়ের অনুষ্ঠানের চাঁদা। অনেকেই প্রাণের ভয়ে দিয়ে দিয়েছেন, কিন্তু কিছু মানুষ আছে যারা আজও শিরদাঁড়া শক্ত রাখতে পছন্দ করেন। যেমন ফরাক্কার ICDS কর্মী মহাশ্বেতা ঘোষ। ইনি টাকা দিতে অস্বীকার করেছেন বলে হুমায়ুন কবীর ওনাকে হুমকি দেওয়ার সাথে সাথে মারধরের চেষ্টাও করেছেন। না বাংলায় কারুর গণতান্ত্রিক অধিকার নেই নিজের মত প্রকাশ করার। এখানে এক হীরক রানীর শাসন চলছে যেখানে ওনার কথাই শেষ কথা, আর ওনার কর্মচারী বা চ্যালারা পৃথিবী রসাতলে নিয়ে যাবেন শুধুমাত্র হীরক রানীকে খুশি করতে"। তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
জোর কদমে চলছে ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি। শয়ে শয়ে তৃণমূল কর্মীরা দল বেঁধে অংশগ্রহণ করতে আসছে তৃণমূলের বার্ষিক ডিম ভাত বা বিরিয়ানির অনুষ্ঠানে। কিন্তু এই এত বড় মোচ্ছবের আয়োজন করার জন্য কোত্থেকে টাকা জোগাড় করা হয় জানেন? দলের কর্মীদের কে কড়া বার্তা দেওয়া হয়েছে… pic.twitter.com/IbrTcQ7YcO
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 20, 2024