নিজস্ব প্রতিনিধি: হলদিয়া --কারখানার শ্রমিকদের বেতন না বৃদ্ধি হওয়ায়, লাগাতার শ্রমিক অসন্তোষ কারখানা গেটের সামনে ।গতকাল সন্ধ্যে থেকে মৎসুবিশিতে শ্রমিকরা সারা রাত ধরে বিক্ষোভ চলছে ।
মিৎসুবিশি কারখানার স্থায়ী এমপ্লয়িরা বেতন পরিকাঠামো না বাড়ানোর জন্য কারখানার গেট ঘিরে বিক্ষোভ দেখায় ।গতকাল থেকে চলছে লাগাতার বিক্ষোভ । আজ সকাল থেকে কারখানার গেটের ভেতরে এডমিনিসটেটিভ বিল্ডিং এর সামনে স্থায়ী শ্রমিকরা ধরনায়। শ্রমিকরা লাগাতার ধরনায় ।
কারখানার গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখালেও ,তারা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে মুখ খুলতে নারাজ ।শ্রমিকরা জানায় তারা টার্গেট হয়ে যাবে কারখানার ম্যানেজমেন্টের সামনে । শ্রমিকদের বেতন পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ তুলে মিৎসুবিশি কারখানার স্থায়ী শ্রমিকরা।