নিজস্ব সংবাদদাতাঃ এবার তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য সুখবর। সূত্র মারফত জানা গিয়েছে যে, লক্ষ্মীর ভাণ্ডারে এবার তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা পাবেন নগদ ১২০০ টাকা এবং আরও জানা গিয়েছে যে, জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পাবেন।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল বাংলার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে প্রতি মাসে লক্ষাধিক মহিলা ভাতা পেয়ে থাকেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ বৃদ্ধি করেছেন এই প্রকল্পের টাকার মাত্রা। যা বাংলার মহিলাদের স্বনির্ভর করতে সাহায্য করে থাকে। মূলত প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের আওতায় এক হাজার টাকা করে মাসিক পেতেন। কিন্তু, এই উৎসবের মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আগামী দিনে এই প্রকল্পের টাকা বেড়ে ১৫০০ পর্যন্ত হতে পারে। মনে করা হচ্ছে যে, ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই এই পরিমাণ টাকা বাড়তে পারে। রাজ্য সরকারের তরফ থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে যে, সকল মহিলারা এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসেননি, তিনি অবিলম্বে তার নাম নথিভুক্ত করুন। তার জন্য কিছু বিশেষ শর্ত থাকা বাঞ্ছনীয়। সেগুলি হল, আবেদনকারিণীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফ্রি ফর্ম পূরণ করে স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে ফর্মের সাথে।