এবার প্রিন্সিপালের বিরুদ্ধে একযোগে ক্ষোভ উগরে দিল শিক্ষাকর্মী ও পড়ুয়ারা, ব্যাপক চাঞ্চল্য- ফের শিরোনামে বাংলা

প্রিন্সিপালের বিরুদ্ধে ক্ষোভে শিক্ষাকর্মী ও পড়ুয়ারা, উত্তর দিলেন প্রিন্সিপাল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
f

File Picture

নিউজ ডেস্ক, পিংলা: বেশ কয়েকদিন ধরেই চাপা গরম রয়েছে পিংলা কলেজে। তার প্রধান কারণ হল প্রিন্সিপালের কর্মকান্ড। যদিও এই নিয়ে তারা কোনো প্রমান দেখাতে পারেনি।তবে তাদের অনুমান কলেজের প্রিন্সিপালের নামে যেই ঘটনা ঘটেছে, তাতে কলেজের সন্মানহানি হয়েছে। আর এই নিয়েই আজ সরব হল পিংলা কলেজের শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। তাদের অভিযোগ কদিন আগেই পিংলা কলেজের প্রিন্সিপাল সুকুমার চন্দের সঙ্গে এক মহিলার সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে কলেজে পড়ুয়ারা বিক্ষোভও দেখায়। তারপর প্রিন্সিপাল পড়ুয়াদের অনেকবার ধমক দেয় এমনকি ভয়ও দেখায়। কলেজের শিক্ষক ও কর্মচারীদের দাবী কলেজে আসেন না প্রিন্সিপাল। পড়াশুনার ব্যাঘাত ঘটছে, কলেজে পানীয় জলেরও সমস্যা রয়েছে, টাকা নয়ছয় হয়েছে, সব মিলিয়ে পিংলা কলেজের প্রিন্সিপাল সুকুমার চন্দের ওপর একরাশ ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। এমনকি কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌমেন মহাপাত্রকে সভাপতি না থাকার মেল বা চিঠি পাঠানোর ঘটনাতেও বেজায় চটে যায় কলেজের শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা।

f

যদিও এর উত্তর দিয়েছেন পিংলা কলেজের প্রিন্সিপাল সুকুমার চন্দ। তাকে ফোন করে এই বিষয়ে জিজ্ঞাসা করায় তিনি বলেন, "আমি কলেজে প্রতিনিয়ত আসি। আজ আমি কলেজের কাজেই বাইরে এসেছি। যারা এই ধরনের অভিযোগ করছে তাদের কাছে কোনো প্রমান আছে? মুখে বললেই তো তা আর হয় না। আর ওনারা চাইছেন কলেজের ইনচার্জ অন্য কেউ থাকুক, প্রিন্সিপাল না। যাতে নিজেদের মতো করে যা খুশি করতে পারেন। ওনাদের অভিযোগ ভিত্তিহীন। কলেজ ও আমাকে বদনাম করার জন্য এই সব করছেন ওনারা। এই বিষয়ে যেখানে জানানোর আমি জানাবো। আর পরিচালন সমিতির সভাপতির পদে সৌমেন বাবু আর নেই। কারণ দপ্তর আমাকে তা জানিয়েছেন যে, আবার নতুন করে সভাপতি নিয়োগ করা হোক"। অপরদিকে এই কলেজের পরিচালন কমিটির সভাপতি সৌমেন কুমার মহাপাত্র বলেন, "এটা আমাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে এটুকু বলি আমি সমস্ত কিছু তথ্য সংগ্রহ করেছি। যেখানে যেখানে আমার জানানো তা আমি জানাবো"।

f

Add 1

Pingla Collage | Pingla | West Bengal | paschim medinipur   . . . . . . . . . . . . .