এবার মাদুরেও উঠে এল দুর্গা প্রতিমা

বিশ্বজোড়া মাদুরের খ্যাতি।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
e

নিজস্ব সংবাদদাতা, সবংঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের মাদুর বর্তমানে পৃথিবী বিখ্যাত। এই বছর তাই মাদুরেও উঠে এলেন দেবী দুর্গা। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের মাদুর শিল্পী অশোক জানার কাছে এইবার দুটি অর্ডার এসেছে মাদুরের ওপর মা দুর্গার ছবির কাজ।

শিল্পী অশোক জানা জানান, '' এই দুটি মাদুর তৈরি করতে মোট ৯ মাস সময় লেগেছে। একদম পাতলা মাদুরের ওপর শিব, দুর্গা, মহিষাসুর, সিংহ এবং তার ছেলেমেয়েদের ছবি ফুটে উঠেছে। এই দুটি মাদুরের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অশোক জানা আরও জানান, '' এই প্রথম সবংয়ে কোনো দুর্গা মায়ের ছবি দিয়ে মাদুর তৈরির অর্ডার এলো। এবার সারতা এলাকার মাদুরপাড়ায় প্রায় ১০টির কাছাকাছি অর্ডার এসেছে মাদুরের ওপর দুর্গা তৈরির জন্য। পাশাপাশি দুর্গাপুজোতে মাদুরের বিভিন্ন ধরনের সামগ্রীর স্টল দেওয়ার জন্য প্রত্যেকটি বাড়িতে কাজও চলছে। তবে মূল আকর্ষণ মাদুরে দূর্গা।

অশোক জানার কাজে খুশি এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ও মাদুর ব্যাবসায়ী অমল কর জানান, '' আমাদের এলাকায় মাদুরে বিভিন্ন ধরনের কাজের অর্ডার প্রচুর এসেছে। তবে এবার মাদুরে দুর্গার অর্ডার এসেছে। তা অনেকেই কাজ পেয়েছে। কয়েকমাস ধরে সেইসব কাজ হয়েছে। আমরা আনন্দিত যে আমাদের মাকেও আমাদের মাদুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছে মাদুর শিল্পীরা। '' 

impac puja 2024

i