এবার বুলডোজার চলল বাংলার মেদিনীপুর শহরে

মেদিনীপুর শহরে বুলডোজার দিয়ে চোলাই মদের দোকান ভাঙলো প্রশাসন।

author-image
Aniket
New Update
v

 

 

 

নিজস্ব প্রতিনিধি: চোলাই খেয়ে হুঁশ হারিয়ে শুয়ে থাকতো রেললাইনে। যার ফলে গত ৬ মাসে পাঁচ থেকে ছয়জনের মৃত্যু হয়েছে রেলে কাটা পড়ে। সম্প্রতি চোলাই দোকানের সামনেই এক ব্যক্তির মৃত্যু হয়। প্রশাসনের কাছে এই চোলাই ঠেক বন্ধের অনুরোধও করেছিলেন অনেকে। রেললাইনের পাশে রমরমিয়ে বেআইনি ভাবে চলতো চোলাই কারবার, এমনই বেশ কয়েকটি বেআইনি ঝুপড়ি বৃহস্পতিবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো প্রশাসনের তরফে। জানা গিয়েছে, মেদিনীপুর শহরের গেটবাজার এলাকায় উড়ালপুলের নিচে রেললাইনের পাশে বেআইনিভাবে গড়ে উঠেছিল বেশ কয়েকটি দোকান ঘর। আর সেই দোকানের মধ্যে চলত অবৈধভাবে চোলাই মদের ব্যবসা।

c

রেল পুলিশের অভিযোগ, এই চোলাই মদ খেয়েই নেশাগ্রস্ত হতো স্থানীয়রা। যার ফলে প্রায় দেখা যেত রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ত স্থানীয়রা। যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো রেল কর্তৃপক্ষকে। রেল পুলিশের এক আধিকারিক বলেন, "বিগত ৬ মাসে পাঁচ থেকে ছয়জন এইভাবে মারা গিয়েছে। সেই সাথে সম্প্রতি নেশা করে দোকানের সামনেই মারা গিয়েছেন এক ব্যক্তি। তাছাড়াও অবৈধ চোলাই দোকানকে ঘিরে এলাকায় উৎপাত ছিল মদ্যপদের। জেলা প্রশাসন ও জেলা পুলিশের নির্দেশ মত, রেল পুলিশের সহযোগিতায় তিনটি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে।"

 

স্ব\

স

স

a