এবার প্রসূতি মৃত্যু প্রসঙ্গে বড় দাবি করেছেন তথাগত রায়- শোরগোল

কি বললেন তথাগত রায়?

author-image
Aniket
New Update
x tathagata roy sad face

File picture

 

 

নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইট করে প্রসূতি মৃত্যু প্রসঙ্গে বড় দাবি করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গের মহিলারা, যারা সদ্য প্রসব করেছে, অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়, সন্দেহজনকভাবে দূষিত রিঙ্গার ল্যাকটেট এবং অক্সিটোসিনের কারণে। সরকারি হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞরা এর আগে সন্দেহ করেছিলেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্বাস্থ্য সচিব এনএস নিগমের কাছে সময় চেয়েছিলেন। তাদের সময় দেওয়া হয়নি। নিগম বলে তার মনে নেই"। তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।