নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় এগরায় ফুটপাথ জবরদখল মুক্ত করতে নামলো মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই ফুটপাথ জবরদখল পরিষ্কার করতে ২ টি JCB নামানো হয়। এদিন এগরা শহরে পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক, এগরা থানার IC অরুন কুমার খাঁ ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।
গতকাল এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। তার ২৪ ঘন্টার মধ্যেই কড়া প্রদক্ষেপ নিলো পুলিশ প্রশাসন। এদিন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক বলেন, "আমরা আজ JCB দিয়ে জবরদখল মুক্ত করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। গত ২৭ শে জুন থেকে লাগাতার মাইকিং করে, দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল। কিছু জন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার করেনি। তাই আজ JCB দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে"।