নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইট করে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মন্ডল ও জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থকদের মুলো বললেন তথাগত রায়। তিনি ট্যুইট করে বলেছেন, "পার্থ, অনুব্রত, বালু ইত্যাদির ব্যাপারে যে প্রচুর মুলোদের পোস্ট পেয়েছি সেগুলোর সংক্ষিপ্তসার।
১। প্রচুর নগদ টাকা বা আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি পাওয়া সত্ত্বেও এদের চোর বলা যাবে না, কারণ এদের অপরাধ তো আদালতে প্রমান হয় নি !
(Prima facie proof ব্যাপারটা এরা বোঝেন না, বা বুঝেও বোঝেন না। আদালত যে এরই ভিত্তিতে এদের জামিনের আবেদন অগ্রাহ্য করেছে সে ব্যাপারে এরা বোবাকালা)।
২। আমরা চোর সেটা তো অস্বীকার করা কঠিন, কিন্তু তোরাও চোর।
৩। তুই বুড়ো (সত্য।দিদিমা অবশ্য লবযুবতী)
৪। তুই আজ বাদে কাল মরে যাবি। তোর রাজনীতিতে কোন ভবিষ্যৎ নেই, তুই এসব পোস্ট করিস না, বরঞ্চ ধর্মকর্ম কর"।
তার এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।