নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের অন্যতম এলাকা গড়বেতা। এই গড়বেতার নাম সারা বাংলা জানে। আর এই গড়বেতাতেই নতুন ছেলে মেয়েদের WBCS এর প্রশিক্ষণ দিচ্ছেন বিডিও-ওসি। এই জেলার গড়বেতা এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে WBCS শিক্ষার্থীদের দ্বিতীয় ব্যাচের বিনামূল্যে প্রশিক্ষণ শিবির শুরু হল নতুন করে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এই শিবির শুরু করেছিলেন সেই সময়ের বিডিও শেখ ওয়াসিম রেজা। শুরু থেকেই ব্লক প্রশাসনের আধিকারিক, পুলিশ, বিষয়-ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকেরা প্রশিক্ষণ দিতে শুরু করেন। এবারে দ্বিতীয় ব্যাচের আবেদন ও ভর্তি পরীক্ষার মাধ্যমে ৭২ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সূত্রের খবর। কয়েকদিন আগে বিডিও অফিসের একটি কক্ষে পাটি-গণিতের ক্লাস নিয়ে এই ব্যাচের প্রশিক্ষণ শুরু করেন গড়বেতা ১ নং ব্লকের বিডিও রামজীবন হাঁসদা। তিনি ছাড়াও এবার প্রশিক্ষণ দেবেন গড়বেতা থানার ওসি প্রণব সেনাপতি সহ অনান্যরা।পাশাপাশি ব্লকের বিডিও হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ক্লাস নেবেন। ব্লক প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে এই প্রশিক্ষণ শিবির ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীদের মধ্যে।
a a a a a a a a a a a a a a a a a a a a a aa aa a aa aa a a a a ,,,, , , , , , , , ,, , , , , , , , , , , , ,, , , , , ,, , , , ,, , , , ,, , , ,, , ,, , , , , , , ,, , , ,, , , , , ,, , , ,, , , ,, , ,, , ,! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !