নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কটা দিন পরেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। কিন্তু এবারের দুর্গাপুজো একটু অন্যরকম। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সাথে ঘটে গিয়েছে এক নক্কারজনক ঘটনা। দেশ জুড়ে আজ আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে নেতামন্ত্রী সকলেই ধিক্কার জানিয়েছেন। বলা বাহুল্য যে, এই ঘটনা সারা দেশ তো বটেই বিদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মনেও ক্ষোভের আগুন জ্বেলে দিয়েছে।
তবে এবারের পুজো কাটবে একটু ভিন্ন স্বাদে। কেননা, অনেকেই এবার আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে পুজোর আনন্দ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে শাসক দলের সাথে মত পার্থক্য হয়েছে বিস্তর। এবার পুজোতে না ফেরার বার্তা দিলেন ডেবরার তৃণমূল বিধায়ক ড. হুমায়ুন কবীর।
তিনি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানিয়েছেন যে, '' নতুন জামা কাপড় কিনিনি নিজের জন্য। মেয়েটির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। ঠাকুর দেখতেও বেরবো না এবার। আমার ছেলে ডাক্তার। একই বয়সী হয়তো, একটু আগে পাশ করে বেরিয়েছে। ওকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে। সব সময় মনে পড়ছে। কোথায় এটা চিনচিন করে কষ্ট হয়। পুজোর সময় পাজামা পাঞ্জাবি কিনি। ধুতি পরি। এবার কিছুই কিনব না। ভালো লাগছে না একদম। ''
তিনি আরও লিখেছেন, '' তৃতীয় বর্ষের পুজোতে নেই তিলোত্তমা। দুই মায়ের চোখে জল, ভারাক্রান্ত মন। আনন্দ আর নতুন জামাকাপড় বাদ। ''