নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: দশ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা বাড়িটি ঘাটার মাস্টার প্ল্যানের জন্য দিতে চান ঘাটাল পৌরসভার চেয়ারম্যান। এমনকি হাত জোড় করে ঘাটালের মানুষকে এগিয়ে আসার জন্য দাবি জানালেন চেয়ারম্যান। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণের তোড়জোড় চলছে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ভাঙা পড়বে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরার একমাত্র বাড়িটি।
ঘাটাল শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ঘাটালের শিলাবতি নদী যার পশ্চিম পাড়ে ঘাটাল বাজারে দুই দিকে ৬০ ফুট করে জমি নেওয়ার প্রস্তাব রয়েছে। ইতিমধ্যে মাপ নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। নদীর পাড়ে যেমন সরকারি জমি রয়েছে, তেমন রয়েছে রায়ত জমিও। ঘাটালকে বন্যা থেকে বাঁচাতে ১২টি ওয়ার্ডকে নিয়ে সার্কিট বাঁধ তৈরীর প্রস্তাব রয়েছে। এর জন্য ঘাটাল শহরের পশ্চিম পাড়ে নদী ঘেঁষে রায়ত জমি কিনবে সরকার। ইতিমধ্যে মাপ করে দাগও দেওয়া হয়েছে আর সেখানেই ভাঙা পড়বে পুর প্রধান তুহিন কান্তি বেরার বাড়ি ও ঘাটাল শহরের শতাধিক দোকান।