নিজস্ব প্রতিনিধি, পুর্ব মেদিনীপুর: প্রকাশ্য রাস্তায় প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে চোর চোর শ্লোগান ঘিরে কাঁথিতে জোর শোরগোল। দলেরই একাংশ এই কাজ করেছে বলে দাবি করে তৃণমূল রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে বলে অখিল গিরির পুত্র কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন।
অখিল গিরির বিরোধী হিসেবে পরিচিত পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি উত্তম বারিক গোষ্ঠীর লোকজনই চোর চোর শ্লোগান দিয়েছে বলে অভিযোগ করেছে অখিল গিরির অনুগামীরা। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অখিল গিরি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পুরো বিষয়টি জানিয়ে দিয়েছেন।