বেরোনোর আগে সাবধান, এখনই এই জেলায় আসছে বৃষ্টি! জারি অ্যালার্ট

আজ প্রচন্ড গরম রয়েছে কিন্তু বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ সন্ধ্যা নামার আগেই বৃষ্টি নামতে পারে। রইল সেই তালিকা। বেরোনোর আগে তাড়াতাড়ি পড়ে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
112

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হঠাত্‍ করেই যেন আবহাওয়ার বদল হল শহর কলকাতায়। কালো মেঘে ঢেকে গেছে গোটা আকাশ। যে কোনও সময়ে বৃষ্টি নামতে পারে। বইছে একটু হাওয়াও। তাহলে কি আজ থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে?

যদিও আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা অন্য কথা দিলেন। তাঁদের দাবি, আগামী শনিবার থেকে বদল ঘটবে আবহাওয়ার। তবে দুপুর নয়তো বিকেলের মধ্যে বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা আছে আজ। ফলে আপনিও যদি দুপুরে বা বিকেলে আসন্ন পুজোর কেনাকাটা করতে যাওয়ার প্ল্যান করেন তাহলে ছাতা নিয়ে বেরোতে ভুলবেন না। কারণ ভুললেই ভিজে যেতে পারেন।

আলিপুর আবহাওয়া দফতর সেপ্টেম্বর মাসের শুরুতেই শহরজুড়ে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে। তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কলকাতাবাসী। যদিও আজ বৃহস্পতিবার আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে। তবে হাওয়া অফিস বলছে যে আজ দুপুরের পর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও হুগলিতে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

rectify impact.jpg