'বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে না'

রবিবার কেশিয়াড়ীর কুকাইতে জনসম্পর্ক সভা ছিল বিজেপির। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
Aniruddha Chakraborty
New Update
ঝনভ

নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়ীঃ রবিবার কেশিয়াড়ীর কুকাইতে  জনসম্পর্ক সভা ছিল বিজেপির। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে জেলার সহ সভাপতি অরূপ দাস এদিন একাধিক ভাষায় কেশিয়াড়ীর আইসি এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ধৃতিমান সরকারকে আক্রমণ করেন। কেশিয়াড়ীতে গত পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেও সমিতি গঠন হয়নি। সে নিয়ে এবারেও চিন্তিত বিজেপি কর্মী-সমর্থকরা। সভা শেষে গাড়িতে ওঠার সময় সুকান্তকে এক কর্মী প্রশ্ন করেন, 'জিতলে তো আবার পঞ্চায়েত সমিতি গঠন হবে না'। এই প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, 'আগে জিততে হবে, পঞ্চায়েত সমিতি গঠন করার দায়িত্ব আমার'।এদিনের এই সবাই উপস্থিত ছিলেন কেশিয়াড়ী উত্তর মণ্ডলের সভাপতি সন্দীপ পাল, সাধারণ সম্পাদক বিমান জানা, দক্ষিণ মণ্ডলের সভাপতি মৌমিতা সিংহ সহ আরও অনেকে। 

এদিনের সভায় সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার কথা বলেন।