নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার উত্তর জিয়াদা গ্রামে স্বর্ণ ব্যবসায়ী সমীর পরিয়াকে গুলি করে খুনের ঘটনায় পুলিশের উপর আস্থা নেই পরিবারের। সিবিআই তদন্তের দাবি জানাল স্বর্ণ ব্যবসায়ীর পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদিও এই প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার সকালে নিহত ওই স্বর্ণ ব্যবসায়ীর বাবা জানিয়েছেন, পুলিশের ওপর কোনও আস্থা নেই। টাকা দিয়ে হয়তো ছাড় পেয়ে যাবে ওই দুষ্কৃতীরা। তাই তিনি সিবিআই তদন্তের দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, এর আগে দোকানে দু'বার ডাকাতির ঘটনা ঘটেছে। বহু টাকা চুরি গিয়েছে। তবে এবারে প্রায় ৪০ লক্ষ টাকা লুঠ হয়েছে। অন্য দিকে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রীতিমতো ক্ষোভ বাড়ছে পরিবার সহ এলাকাবাসীদের মধ্যে। প্রসঙ্গত, সোমবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের ওই স্বর্ণ ব্যবসায়ীকে আটকে সোনার গয়না সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে ওই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়।