নিজস্ব সংবাদদাতা, অণ্ডাল: দীর্ঘদিনের জলকষ্ট থেকে এবার রেহাই পেতে চলেছে অণ্ডাল থানার কাজোড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। ইতিমধ্যেই 'জলস্বপ্ন' প্রকল্পে বাড়ি বাড়ি জল পরিষেবার জলের উৎসর প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে মদনপুর গ্রাম পঞ্চায়েতের চক্রামবাটি এলাকায়।
শনিবার ওই প্রকল্পের পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম সহ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা। ইসিএলের পরিত্যক্ত কয়লা খাদানের জমা জল থেকেই দেওয়া হবে পরিষেবা। জেলাশাসক জানান, কাজোড়া ওসিপি প্রকল্পের আওতাধীনে করা হয়েছে জল প্রকল্প। ওই জলাশয় থেকে জল পরিশুদ্ধ করে কাজোড়া এলাকায় প্রায় ৯ হাজার পরিবারকে জল দেওয়া হবে।
কাজোড়া গ্রাম পঞ্চায়েতে ৬ হাজার ও হরিশপুর এলাকায় ২ হাজার পরিবারকে জল দেওয়া হবে। এখানে প্রকল্পের কাজ শেষ। আগামি ১৫ দিন জল পরীক্ষা মূলক ভাবে এলাকায় দেওয়া হবে। জানুয়ারির ১৫ তারিখের মধ্যে বাড়ি বাড়ি জল পরিষেবা চালু হয়ে যাবে।