মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য, তদন্ত নেমেছে পুলিশ

ব্যপক উত্তেজনা ছড়ালো এলাকাতে।

author-image
Adrita
New Update
ধসে পড়ল দেওয়াল, ভয়াবহ পরিস্থিতি, মৃত একাধিক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ এগরা শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ালো এলাকাতে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এগরা দীঘা মোড় সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ।‌

জানা গিয়েছে, আজ সকালে এক ফাঁকা জায়গায় স্থানীয় লোকজন একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন, সঙ্গে সঙ্গেই স্থানীয়রা এগরা থানায় খবর দেন। এগরা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গিয়েছে। জানা গিয়েছে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত করছে এগরা থানার পুলিশ। 

পুলিশ অনুমান করছে যে, মৃত এই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রবি সিং। ‌স্থানীয় লোকজনের দাবি, মৃতের স্ত্রী পারিবারিক ঝামেলার কারণে তাকে হত্যা করে পলাতক। তবে পুলিশ মৃত্যু সঠিক কারণ জানার চেষ্টা করছে।