নিজস্ব সংবাদদাতা: গ্রীষ্মের আগমনের ইঙ্গিত মিললেও, উত্তরবঙ্গে ফের বদলাতে পারে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দার্জিলিং ও কালিম্পংসহ উত্তরবঙ্গের আরও দুটি জেলা—আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। মৌসুম বদলের এই সময়ে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
তাই যাঁরা এই সময় পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের আবহাওয়ার আপডেট দেখে তবেই যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে।