নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চালতাগেড়িয়া এলাকায় ঈশ্বর সামন্ত নামের এক ব্যক্তির পোলট্রি মুরগির ফার্মেই পড়ে রয়েছে শয়ে শয়ে মরা মুরগী। তার সঙ্গেই পালিত হচ্ছে অন্য পোলট্রি মুরগি। দূর্গন্ধ আসতেই এলাকায় খবর ছড়িয়ে যায় বার্ড ফ্লু- এর আতঙ্ক নিয়ে।তারপরেই এলাকার মানুষজনের মধ্যে ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফার্ম মালিকের বক্তব্য, "যেই কোম্পানীর মুরগির বাচ্চা তারাই সব করবে"।
যদিও সূত্রের খবর মুরগির বাচ্চার কোম্পানী জানাচ্ছে কোনো বার্ড ফ্লু- এর ব্যাপার নেই। ফার্ম মালিকের ভুল নজরদারির জন্যই এতগুলো মুরগি একসঙ্গে মারা গিয়েছে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।