নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আবারও রাতের অন্ধকারে ২টি মন্দিরের তালা ভেঙে ২টি মন্দিরে চুরির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বালা গ্রামে। কিছুদিন আগে চন্দ্রকোনা থানার কিয়াগেড়িয়া এলাকায় রাতের অন্ধকারে ৩টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই কিয়াগেড়িয়ার পার্শ্ববর্তী বালা গ্রামে ফের দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি। বালা গ্রামে শীতলা মন্দির এবং একটি কালী মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। শীতলা মন্দির থেকে খোয়া গিয়েছে বেশ কিছু রুপোর গহনাসহ পুজোর আসবাবপত্র। অন্যদিকে কালী মন্দির থেকে খোয়া গিয়েছে বেশ কিছু পুজোর সামগ্রী।
রাতের অন্ধকারে বার বার দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কয়েকদিনের মাথায় একই গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দুটি এলাকায় একের পর এক মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।