একই রাতে দুটি মন্দিরে চুরি! চাঞ্চল্য সমগ্র এলাকায়

একই দিনের মধ্যে কাছাকাছি দূরত্বে অবস্থিত দুটো মন্দিরে পরপর হয়ে গেল চুরি। মূর্তি উধাও হওয়ার পাশাপাশি উধাও হয়ে গেছে গয়না এবং অন্যান্য বেশ কিছু সামগ্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-07-26 at 2.51.32 PM (1)

নিজস্ব প্রতিনিধি, দাসপুর: একই রাতে দাসপুরে দুটি মন্দিরে চুরি। চাঞ্চল্য ছড়াল সমগ্র এলাকায়। জানা গিয়েছে প্রথম চুরির ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গৌরা মন্ডলপাড়া রাধারানী মন্দিরে। স্থানীয় সূত্রের খবর ওই মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্য বুধবার সকালে মন্দিরে নিত্য পূজা করতে এসে দেখেন মন্দিরের মূল দরজার তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখেন ওই মন্দিরে রুপোর তৈরি লক্ষী-নারায়ণ যুগল মূর্তি দুটি উধাও ও সেই সঙ্গে বিগ্রহের কিছু সোনা, রুপো ও ইমিটেশনের অলংকার উধাও। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান মঙ্গলবার চুরির ঘটনাটি ঘটেছে। চুরি যাওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা।

WhatsApp Image 2023-07-26 at 2.51.32 PM

অন্যদিকে ওই মন্দির থেকে ২০০ মিটার দূরত্বে রয়েছে মদন গোপাল জিউ মন্দির। মন্দিরটি প্রায় ১০০ বছরের পুরনো। সেখানেও চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে যে বুধবার সকালে মন্দিরের সেবায়েত লক্ষ্য করেন মন্দিরের দরজার তালা ভাঙা রয়েছে এবং মন্দিরের ভেতরে যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড। চুরি গিয়েছে বিগ্রহের সোনার দুল, সোনার নথ, রুপোর বালা, নুপুরসহ বেশ কিছু অলংকার। সব মিলিয়ে তার আনুমানিক বাজার মূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা। তবে এখনও পর্যন্ত দুটি চুরির ঘটনাতেই থানায় কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। দাসপুরে দিনদিন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত দাসপুরের মানুষ।