নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: নন্দকুমার বাজারের হাতি মোড়ে আলেয়ার ভবতারিণী কালী মন্দির। নিত্য পূজোপাঠ হয় ও সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়। পুরোহিত পুজোপাঠ পুরো করে রাত দশটায় যায়। আজ সকাল ৬টার সময় এসে দেখে মন্দিরে তালা ভাঙ্গা। চোর চারটি তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে এবং মন্দিরের সোনা রুপো এবং প্রনামি বাক্স সহ কয়েক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। মন্দিরে সিসিটিভি লাগানো রয়েছে কিন্তু দুষ্কৃতীরা মুখে ঢাকা দিয়ে আসায় সহজে তাদের চেনা যাচ্ছে না। প্রশাসন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। নন্দকুমার থানার ওসি পরিদর্শনে আসেন।