কাঁকসার গোপালপুরের একটি ফ্ল্যাটের ভেতর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমেছে। এই ধরনের চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। আবাসনে দুইজন নিরাপত্তারক্ষী রয়েছে। অনুমান করা হচ্ছে চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে। তারপর শাবল দিয়ে তালা ভাঙে এবং চুরি করে পালায়। বহিরাগত রাজমিস্ত্রীর দলের কেউ এই চুরির সাথে যুক্ত থাকতে পারে বলে আবাসিকদের অনুমান। দুজন দুষ্কৃতির গতিবিধি দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায়। আবাসনের মালিকরা বাইরে থাকায় কত টাকা চুরি গেছে এখনো জানা যায়নি। আবাসনের সহ সভাপতি বিপ্লব পাল বলেন, "চোরের দল ভেতরে ঢোকে। তারপর ফাঁকা আবাসনে চুরি করে পালায়। আমরা আতঙ্কের মধ্যে। পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করছি।"