নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাতের অন্ধকারে পরপর ৩ টি মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনাগুলি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কিয়াগেড়িয়া এলাকায়। জানা যায়, রাতের অন্ধকারে কিয়াগেড়িয়া এলাকায় পরপর ৩ টি মন্দিরে তালা ভেঙে মন্দিরে থাকা সোনা-রুপোর গহনা সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। আজ সকালে ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
কিয়াগেড়িয়া এলাকায় পঞ্চগ্রামী শিতলানন্দ শিব মন্দিরে ছিল প্রায় ১ কেজির মত রুপোর গহনা, বেশকিছু সোনার গহনার সঙ্গে পুজোর সামগ্রী। অন্যদিকে গ্রামের একটি শীতলা মন্দিরে থাকা ৩ টি পিতলের বিগ্রহসহ সোনা ও রুপোর গহনা চুরি হয়। পাশাপাশি গ্রামেরই একটি ব্যক্তিগত কালী মন্দিরেও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে বলে দাবি গ্রামবাসীসহ মন্দিরের দায়িত্বপ্রাপ্তদের। গ্রামবাসীর দাবি, রাতে ইলেকট্রিক বন্ধ করে একসাথে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এক রাতে একই গ্রামে এইভাবে মন্দিরের তালা ভেঙে একাধিক মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। চুরি যাওয়া মন্দিরগুলির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে চুরির ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। খবর পেয়ে এলাকায় গিয়ে চুরির ঘটনাগুলি খতিয়ে দেখে চন্দ্রকোনা থানার পুলিশ। এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।