নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুপচুরিয়ার বাসিন্দা ছোটন ঘোষ।অযোধ্যায় নতুন করে রাম মন্দির তৈরি করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন। তবে তার আগেই চার ফুট উচ্চতার প্রায় ২০ কেজি বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করলেন ছোটন ঘোষ এবং তার দুই তিন যুবক সঙ্গী।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এর আগেও ছোটন ঘোষ বাইক, চন্দ্রযান থ্রি সহ বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে নজির গড়েছে। গত ৭ দিন ধরে ছোটন তার দুই বন্ধুকে নিয়ে বিস্কুট, প্লাই, আঠা দিয়ে চার ফুট বাই চার ফুটের রাম মন্দির তৈরি করে নজির গড়ল। ছোট থেকে বাবার সাথে গাড়ির গ্যারেজে কাজ করে নিজের নাম উজ্জ্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিভিন্ন ধরনের আবিষ্কার মূলক কাজের মাধ্যমে। প্রতিবেশী সহ তার সহযোগীরা খুশি তার এই কৃতকর্মের জন্য। তাদের ইচ্ছা, ছোটনের নাম ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে।