শিলাবতী নদীতে জল বেড়ে ডুবল কাঠের সেতু, বিচ্ছিন্ন একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ

বিচ্ছিন্ন একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ।   

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ শিলাবতী নদীতে ফের বাড়ল জল। যার ফলে গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঘোষকিরায়। জানা গিয়েছে, ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতুটি জলে ডুবে যাওয়ায় একদিকে ঘোষকিরা, খুড়শি, ধরমপোতা, কোল্লার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অপরদিকে থাকা কেশেডাল, ভগবন্তপুর, খিরাটি, ভৈরবপুরসহ চন্দ্রকোনা শহরের সাথেও বিচ্ছিন্ন যোগাযোগ।

স্থানীয় সূত্র আরও জানা গিয়েছে যে, ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা এই কাঠের সেতু পেরিয়েই যাতায়াত করতে হত স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর, স্কুল, কলেজ, হাটবাজার থেকে চিকিৎসা কেন্দ্র পর্যন্ত। গুরুত্বপূর্ণ সেই সেতুটি জলে ডুবে যাতায়াত বন্ধ হওয়ার ফলে ভোগান্তিতে একাধিক গ্রামের বাসিন্দারা।

এলাকাবাসীরা  জানিয়েছেন যে, বর্ষাকালে ভোগান্তি চরম পর্যায়ে চলে যায়। কিন্তু বর্ষাকাল ছাড়াও নিম্নচাপের বৃষ্টি হোক বা কোনো প্রাকৃতিক দুর্যোগ, কয়েকদিনের ভারি বৃষ্টিতে নদীর জল বাড়লেই জলের তলায় চলে যায় ঘোষকিরা, চৈতন্যপুরসহ গ্রাম পঞ্চায়েতের তৈরি এলাকায় একাধিক কাঠের সেতু। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থায়ী কোনো সমাধান চাইছেন এলাকার বাসিন্দারা। 

job digbijoy da