নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের বিচারের ৫৪ দিন কেটে গিয়েছে। তরুণী চিকিৎসক খুনের তদন্ত করছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত কে খুন করেছে? কেন খুন করেছে? কারা প্রমাণ লোপাট করেছে এই বিষয়ে কোনও উত্তরই পাওয়া যায়নি। এই পরিস্থিতি উৎসবকে পাশে রেখেই প্রতিবাদ করে চলেছেন সাধারণ মানুষ। অভিনব উপায়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করলেন পুরুলিয়া শহরের শশধর গাঙ্গুলি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যাদের।
অভয়ার বিচার চেয়ে কালো শাড়ি পরে কালো বেলুন হাতে ৫৪টি প্রদীপ জ্বালানোর মাধ্যমে মহালয়ার সকালে পুরুলিয়া শহরে শশধর গাঙ্গুলি রোড সার্বজনীন দুর্গাপুজা কমিটির ঢাকে কাঠি পড়ল। এই পুজো কমিটির মহিলা সদস্যরা কালো কাপড় পরেন। কপালে বাঁধেন কালো কাপড়। সেখানে লেখা রয়েছে "উই ওয়ান্ট জাস্টিস।"এছাড়াও তাঁরা কালো বেলুন অকাশে ওড়ানো হয়।
অন্যদিকে, আরজি করে কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে মহানগরের রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণহত হয়েছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মহামিছিলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। উই ওয়ান্টি জাস্টিস' স্লোগানে কলকাতার রাস্তা মুখরিত হয়েছে।